কুষ্টিয়া সদরের মেয়ে মৌ ছোটবেলা থেকেই রান্নার প্রতি ভালোবাসতেন।

MD KHAIRUL BASHAR TOWHID
MD KHAIRUL BASHAR TOWHID · 24 Sep, 2025
কুষ্টিয়া সদরের মেয়ে মৌ ছোটবেলা থেকেই রান্নার প্রতি ভালোবাসতেন।

কুষ্টিয়া সদরের মেয়ে মৌ ছোটবেলা থেকেই রান্নার প্রতি ভালোবাসতেন। মায়ের সাথে টুকিটাকি রান্নার কাজে হাত লাগাতেন। ২০২০ সালে করোনার সময়, যখন তিনি ক্লাস নাইনে পড়তেন, সবকিছু বন্ধ হয়ে যায়। তখন বাসায় বসে নতুন নতুন রেসিপি ট্রাই করতেন। ২০২১ সালে ইউটিউব দেখে প্রথম কেক বানান, কিন্তু সেটি এতটাই খারাপ হয় যে খাওয়ার অযোগ্য ছিল! 🥺 তবু মৌ হাল ছাড়েননি। অনেক ডিম, চিনি, আটা নষ্ট করে ২০২২ সালে একটি পারফেক্ট কেক বানান। এরপর একের পর এক কেক তৈরি করে ডেকোরেশন শিখেন, যার সব জিনিসপত্র তার মা কিনে দিয়েছিলেন। মৌ কেকের ছবি স্টোরিতে দিতেন, আর সবাই পছন্দ করে সেল করার উৎসাহ দিত। ফ্যামিলির সমর্থনে ২০২৩ সালে তিনি “Mou Food House” পেইজ খোলেন এবং কেকের ব্যবসা শুরু করেন। প্রথমে সবকিছু বুঝতে অসুবিধা হলেও, কুনাউ গ্রুপে জয়েন করে তার ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছে! কুনাউ-এ পোস্ট করে তিনি অনেক রিপিট কাস্টমার ও ভালো রিভিউ পান। মৌ বলেন, “কুনাউ গ্রুপ থেকে আমি লাখপতি! ফ্যামিলি সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না!” ❤️ আলহামদুলিল্লাহ, আজ তিনি কুষ্টিয়ার একজন সফল নারী উদ্যোক্তা।